রাজধানীতে সারা সপ্তাহেই অর্ধেক ভাড়ার সুবিধা পাবে শিক্ষার্থীরা
ঢাকা ইনসাইডার
২৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবারসহ সাত দিনই বাস ভাড়ার ক্ষেত্রে রাজধানীর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
শুক্রবারসহ সাত দিনই বাস ভাড়ার ক্ষেত্রে রাজধানীর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।
সাইফুল আলম বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম পরিহিত অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন।
তিনি আরও জানান, পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে।
নিরাপদ সড়ক আন্দোননের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়। এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।