হিজবুত তাহরীর 'জঙ্গি সংগঠন' গ্রেফতার অভিযান চলবে : আইজিপি
ঢাকা ইনসাইডার
২৮ সেপ্টেম্বর ২০২৪
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠনটির প্রকাশ্যে চলে আসা এবং প্রকাশ্যে নানা কর্মসূচি পালনের মধ্যে শনিবার চট্টগ্রাম সফরে গিয়ে পুলিশ প্রধান এসব কথা বলেন।
মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে চট্টগ্রামের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
একজন গণমাধ্যমকর্মী চট্টগ্রামে হিযবুত তাহরীরে তৎপরতার উদাহরণ দিয়ে এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
জবাবে পুলিশ প্রধান বলেন, “হিযবুত তাহরীর ‘জঙ্গি’ সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। ‘জঙ্গির’ ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।”
অনেক তরুণ না জেনে এই সংগঠনের সঙ্গে জড়াচ্ছে- সেই সংবাদ কর্মীর এমন মন্তব্যের পর তিনি বলেন, “যারা কিশোর বা যারা এটাতে জড়িয়ে পড়ছে বা আকৃষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সমাজের অনেক কিছু করণীয় আছে।”
উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হিযবুত তাহরীর। এর নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর একজন শিক্ষক।
ব্লগার অনন্ত বিজয় দাস, আহমেদ রাজিব হায়দার হত্যাসহ বেশ কিছু সন্ত্রাসী হামলায় এ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
২০০৯ সালের ২২ অক্টোবর মাসে আওয়ামী লীগ সরকার প্রেসনোট জারি করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
দলটি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং দেশে গণতন্ত্র সমর্থন করে না।
সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম সম্প্রতি বিবিসি বাংলাদেশকে একটি সাক্ষাৎকারে বলেছেন, সরকার পতন আন্দোলনে শুরু থেকেই তাদের কর্মীরা অংশ নেন। তবে তারা কোনো ব্যানার ব্যবহার করেননি।