বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৬

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৬
ছবি : ইন্টারনেট

২২ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ রোববার এই তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হল। চলতি মাসে রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে চারজন রাজধানীর ঢাকার দুই সিটির। আর একজন চট্টগ্রাম ও একজন বরিশালের। চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল ১৩১ জন। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৪ জন।