বুধবার, ২০ নভেম্বর ২০২৪

বাংলাদেশীদের নিয়ে মন্তব্য : অমিত শাহকে ঢাকার কড়া জবাব

বাংলাদেশীদের নিয়ে মন্তব্য : অমিত শাহকে ঢাকার কড়া জবাব
ছবি : ইন্টারনেট
ঢাকা ইনসাইডার

২৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘শায়েস্তা করার’ যে হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন, তার কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘শায়েস্তা করার’ যে হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন, তার কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার।

সোমবার ঢাকায় ভারতের উপ-হাই কমিশনারের হাতে এ বিষয়ে প্রতিবাদপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ঝাড়খণ্ডে সাম্প্রতিক সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিহ শাহর ‘নিন্দনীয়’ বক্তব্যের বিরুদ্ধে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির উদ্বোধন করেন অমিত শাহ। সেই সমাবেশে তিনি বলেন, এই ‘পরিবর্তন যাত্রা’ আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে।

অমিত শাহ বলেন, “কীসের জন্য পরিবর্তন?...ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়...এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে—এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে।

“আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।”

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমিত শাহর বক্তব্যের বিষয়ে ঢাকার ‘গুরুতর আপত্তি’ থাকা, ‘গভীর কষ্ট পাওয়া’ এবং ‘অখুশি’ হওয়ার কথা তুলে ধরা হয়েছে ভারতের উপ-হাই কমিশনারের হাতে তুলে দেওয়া চিঠিতে।

মন্ত্রণালয় বলছে, এই ধরনের ‘আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য’ করা থেকে যেন রাজনৈতিক নেতারা বিরত থাকেন, সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ভারত সরকারকে।

“মন্ত্রণালয় বলেছে, দায়িত্বশীল জায়গায় থেকে প্রতিবেশী একটি দেশের নাগরিকদের বিষয়ে এমন বক্তব্য পারস্পরিক শ্রদ্ধার মর্ম এবং দুই বন্ধু দেশের মধ্যে বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।”