বুধবার, ২০ নভেম্বর ২০২৪

শ্রীপুরে বিএনপি নেতার নির্যাতনে যুবকের মৃত্যু

শ্রীপুরে বিএনপি নেতার নির্যাতনে যুবকের মৃত্যু
ছবি - সংগৃহীত
ঢাকা ইনসাইডার

২৭ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ওয়ার্ড বিএনপির নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ইসরাফিল। সে রাজমিস্ত্রির কাজ করতো।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ওয়ার্ড বিএনপির নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ইসরাফিল। সে রাজমিস্ত্রির কাজ করতো।

গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ টার দিকে ইসরাফিল কাজের উদ্দেশ্যে বের হলে তাকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় এলাকা থেকে উঠিয়ে নিয়ে যায় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন, বাবুল মন্ডল ও শফিকুল ইসলামসহ আরও চার পাঁচজন।

এরপর স্থানীয় এক স্কুল মাঠে নিয়ে ইসরাফিলকে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এবং গরম পানি ঢেলে দেওয়া হয় শরীরে। ওয়ার্ড বিএনপির নেতা কামরুল রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে ফেলে।

মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে কয়েক ঘন্টা পেটানোর পর ইসরাফিল ও তার বাবার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

এ ব্যপারে আইনগত ব্যবস্থা নিলে ইসরাফিল ও তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় ঘাতকেরা।

পরবর্তীতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই ভর্তি অবস্থায় আজ সকালে ইসরাফিল মারা যায়।

এই বিষয়ে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন টি বন্ধ দেখায়।

নিহত ইসরাফিলের বাবা জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। তিনি দেশবাসীর কাছে এমন নির্মম হত্যাকান্ডের বিচার চেয়েছেন।